প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো।
তোমাদের nsou তে যারা ভর্তি হয়েছ, কিন্তু হতাশ আর সাহায্য হারা, তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে
👉👉💖💖 এগিয়ে এলাম👉http://nsouboyjuyel.blogspot.com/
সাইট নিয়ে।
এই ব্লগ এ তোমাদের প্রয়োজনীয় পিডিএফ গুলো একসাথে আছে।
এই সাইট এ এবার যেকোনো updated সব একসাথে আলাদা আলাদা করে pdf assignment notes পোস্ট পাবে।
🌱🌱আমার ব্যাপারে কিছু বলি প্রথমে,
আমি জুয়েল sk ২০১৫ সালে nsou তে,krisnath college, berhampore, Murshidabad,এ ভর্তি হই, আমাদের সময় এতটা চাহিদা ছিল না, তাই নিজেদের অনেক কষ্ট করে নোটস জোগাড় করে পড়াশোনা করতে হতো, আর তখন এত চাপ, বা করা গার্ড ছিল না।আমার এই বছর ২০১৮ তে Engish honours bdp কমপ্লিট করলাম,, রেজাল্ট বেরিয়ে গেছে।
💖👉যাইহোক তোমাদের স্বার্থে এগিয়ে এলাম এই কারণে, আমি জানি অনেকেই আমার সাহায্যের দ্বারা কিছুটা উপকৃত। ভাবলাম একটা এমন কিছু করা দরকার যাতে তোমরা হাতের নাগালে সাহায্য গুলো সহজে পেতে পারো।
💖👉আমার জীবনেও তোমাদের মত অনেক সপ্ন আছে, আশা আছে,
তোমরা যেনে রেখো, জেনারেল আর ওপেন এখন দুটোর ই সমান value,তাই সমস্যা কিছুই নেই,ভালো পড়াশোনা করো, ভালো নম্বর পেলে,, যদি ৫০% রাখতে পারো, তাহলে যেকোনো এক্সাম এ বসতে আশা করি কারো বাধা থাকবে না।
💖👉আমি নিজেকে বড়ো মনে করিনা, যত টুকু পারি সাহায্য করি,আমি স্যার না, তাই ভুল করে স্যার বলিও না😋🤔দ্বিতীয়ত আমি দাদা বলার যোগ্য নই, ভাই বললেই চলবে🖖🖖😋
👉👉😭আর থ্যাংকস, sorry এসব আমার অ্যালার্জি আছে, তাই এসব আমাকে বললে খুব রাগ করি, এগুলো থেকে দূরে থেকো।
সবাই আমার বন্ধু, আমাকে বন্ধু হিসেবে ভাবো। আমার জন্য দুআ করো।
যেকোনো সমস্যায় আমি তোমাদের পাশে আছি,যতটুকু সাধ্য আমার
🙏🙏🖖শুকরিয়া,by Juyel sk
Facebook আমি👉👇🏾👇🏾
Take a look at Juyelsk (@IamJuyelsk)