#BDP_তোমাদের_নিয়ে_কিছু_কথা
©️🔘জেনে নাও, যারা (BDP) নতুন ভর্তি হলে বা যাদের পরীক্ষা শেষ ,এরপর তাদের কি কি করতে হবে?⁉️
®️®️.....যারা নতুন BDP ভর্তি হয়েছে বা যারা পরীক্ষা দেওয়া শেষ করেছ তারা কলেজ থেকে এখন বই তুলে নিতে পারবে।
ফার্স্ট ইয়ারের বই কিছু কলেজ দিচ্ছে আর কিছু কলেজ থেকে বলা হয়েছে এসএমএস আসার পর দেবে। তবে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার দের ব ই দিচ্ছে।♾♾
🔳এখন যেগুলো করণীয়, সেগুলো ,🔳
1)যদি বই peye থাকো,,তাহলে সিলেবাস টা দেখে নেওয়া
2)🔶ফার্স্ট year দের এনরোলমেন্ট: নাম্বার যখন এসএমএস এ দেবে, নোট করে রাখবে। তবে বাকি year দের জন্য এনরোলমেন্ট নাম্বার একই থাকবে।
3)🔷ক্লাস: শুরু হলে ক্লাস করা।অনেক কলেজ ক্লাস সিডিউল দিয়েছে।
4)🔶 Practical: ক্লাস যখন শুরু হবে তখন সেগুলো করতে অবশ্যই ।practical class সম্ভবত কবে থেকে শুরু হবে,, সেটা নিজ নিজ কলেজ e খোজ নিয়ে নেবে (সম্ভবত নভেম্বর মাস থেকে practical class suru)
5) 🔷Assignment:
নভেম্বরের দিকে অ্যাসাইনমেন্ট দেবে । অ্যাসাইনমেন্ট সব করে জমা দেওয়া উচিত। নাহলে ফাইনাল এক্সাম e বসতে দেবে না।
**কিছু কলেজ পরে অ্যাসাইনমেন্টের খাতা দেখা হলে খাতা ফেরত দেয়,বা নম্বর show করে।
6 )🔶exam form fillup :এরপর স্টেপ হলো,, ফাইনাল পরীক্ষার জন্য ফরম ফিলআপ শুরু হলে,, এক্সাম ফরম ফিলাপ,করে নিতে হবে।
7)🔷 Renewal: ফাইনাল পরীক্ষার আগে #renewal করতে হবে সবার , এটা পরীক্ষার আগেই হয়ে থাকে,,অনেকে ভুল করে মিস করে ফেলে,সেটা যেনো না হয়।
***যদিও এই বছর অনেকেই renewal মিস করেছে, তাদের 2ন্ড phase করার আর এক বার চান্স দেবে সম্ভবত নভেম্বর e।
8) 🔶ফাইনাল পরীক্ষা; ফাইনাল exam,,, June July তে শুরু হয়। প্রতি শনি রবিবার পরীক্ষাগুলো হয়ে থাকে। পরীক্ষার 2/1 সপ্তাহ আগে পরীক্ষার রুটিন ও কোথায় সেন্টার সেটা নোটিশ দিয়ে দেই। আর **অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
9/ 🔷রেজাল্ট বের হতে 2-3মাস সময় দেরি করে।
রেজাল্ট প্রথমে দেবে ওয়েবসাইটে তারপর কলেজে ও দেবে।
10)🔶 পাস মার্কস হিসেবে 35% বা 100 তে 35 পেলে পাস, যদিও,, honours রাখতে হলে 40% গড় e নাম্বার রাখতে হয়।
11) আরো একটা ব্যাপার: #অনেকেই_এমন_আছি♨️😭
যারা assignment দিয়েছ অথচ ফাইনাল এক্সাম দিতে পারো নাই,,? অথবা ফাইনাল exam কিন্তু হয়তো রিনুয়াল করতে ভুলে গেছো?
। এটার একটা
🔷👇সমাধান হলো renewalটা যখন সুযোগ দেবে,, সাথে সাথে করে নেবে।
তাতে তোমার না দেওয়া পরীক্ষা গুলো আবার দিতে পারবে,এক্সাম ফরম ফিলআপ করলেই তোমার না দেওয়া পরীক্ষা গুলো আবার দিতে পারবে।
🔳🔳****এভাবেই আবারো ভর্তি, আবারো assignment, আবারো এক্সাম ফর্ম ফিলাপ, আবারো পরীক্ষা,, একই ভাবে হতে থাকে।🔄🔄♾
♾♾বিস্তারিত........জানতে......পড়ুন..........
↪️➖➖🔻💢 *বই & ক্লাস সম্পর্কে* 💢🔻➖
কিছু কলেজ ভর্তির পর বা ফাইনাল পরীক্ষার পরেই বই দিতে শুরু করে থাকে। তবে কিছু কলেজ এসএমএস আসার পর বা Slms বা renewal copy joma নেবার পর বই দেই। এই ব্যাপারে এক এক কলেজে এক এক রকম নিয়ম তাই নিজ নিজ কলেজে জেনে নেওয়ার অনুরোধ রাখলাম।
*বই কার কত গুলো দেবে সেটা নিশ্চয়ই লাইব্রেরী কার্ডে বা slms receipt e লেখা আছে অথবা আমার subject chart ta দেখে নিতে পারো,
#ক্লাস সম্পর্কে💢↪️↪️
বলতে গেলে এটা বলতেই হয় যে কলেজ যাওয়া আবশ্যক এটা জানার জন্য।এটার জন্য গ্রুপে জিজ্ঞেস করে বা পারসোনাল কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, কলেজ প্রতি শনি রবিবার খোলা থাকে।
প্র্যাকটিক্যাল ক্লাস করা ছাড়া নর্মাল ক্লাস করা গুলো জরুরি না।
ক্লাসগুলো চাইলে করতে পারো নাও করতে পারে।
🔻 *এছাড়াও practical* :↪️🔻
Arts দের জন্য practical nei,,,
#science Der jonno ache ,, প্র্যাকটিক্যাল কবে হবে বা প্র্যাকটিক্যাল ক্লাস সেগুলো জানার জন্য নিজ নিজ কলেজে যোগাযোগ করা উচিত তোমাদের।
🔻↪️ *Assignment* 🔻↪️
=NOVEMBER, DECEMBER E দেবে।
এটার VALUE 30% ADD HOBE FINAL RESULTS E ,, অ্যাসাইনমেন্ট বলতে গৃহ কৃত্ কাজ বোঝায়। প্রতিটি বিষয় এর প্রশ্ন পত্র দেবে,, প্রশ্ন গুলো আগে কলেজ থেকে দেওয়া হতো,এখন WEBSITE তেই দিয়ে দেওয়া হচ্ছে। প্রশ্ন গুলো,, উত্তর সহ লিখে কলেজ E জমা দিতে হবে।
⭐#মনে_রেখো,, অ্যাসাইনমেন্ট জমা না দিলে ফাইনাল এক্সাম এ বসতে দেওয়া হয় না।
➖🔻 *ফাইনাল পরীক্ষা* 🔻➖➖
: জুন ,জুলাই E HOYE থাকে। ফাইনাল পরীক্ষার এক্সাম নম্বর 70% value অ্যাড হবে,, ফাইনাল রেজাল্ট e
অর্থাৎ 30%assignment এর মার্কস +70% ফাইনাল সাবজেক্ট এর মার্কস ফাইনাল রেজাল্ট e অ্যাড হবে।
পাস মার্কস: 100 তে 35 পেতে হবে।
➖🔻↪️ *এক্সাম ফরম ফিলআপ* 🔻➖➖
তবে পরীক্ষার 3/4 মাস আগে এক্সাম ফরম ফিলআপ hoye থাকে,, ওটা করতেই হবে।
🔻➖ *RENEWAL* ➖🔻
Renewal =means next year admission, এটা প্রতিবছর ফাইনাল এক্সামের আগেই করতে হয় এটা করা জরুরি। প্রতিটি ইয়ারের স্টুডেন্ট কে পরীক্ষার আগে renewal করতে হবে।
*এমনকি থার্ড ইয়ারের জন্য একটা রিনুয়াল আছে। 600 টাকার স্টুডেন্টশিপ রেনেওয়াল এটাও করা জরুরি।
🔻➖↪️ *এনরলমেন্ট সার্টিফিকেট* ↪️➖🔻
এটা শুধুমাত্র একবারই দেওয়া হয় ফার্স্ট ইয়ারে। প্রতিটি ইয়ারে একই থাকবে। ফাইনাল পরীক্ষার সময় এবং এসাইনমেন্ট জমা করার সময় এনরোলমেন্ট নাম্বার লিখে দিতে হয়।
*রেজাল্ট* 🔻➖↪️↪️
পরীক্ষার অন্তত দু বা তিন মাসের মধ্যে রেজাল্ট বের হয়ে থাকে। প্রথমে অনলাইনে পাবলিশ করে পরের নিজ নিজ কলেজে দিয়ে থাকে। তবে থার্ড ইয়ারের রেজাল্ট ক্লিয়ার হলে রেজাল্টের সময়,, 1) মাইগ্রেশন সার্টিফিকেট, 2) গ্রাজুয়েশন সার্টিফিকেট , আর 3) রেজাল্ট এই তিনটা পাওয়া যায়।
*ধন্যবাদ by JSK*
এছাড়াও আরো কিছু জানতে
Group follow korun,,,,