Join our telegram channel Join Join!

Blis কি ও কেন ? ভর্তি কবে? ( বিস্তারিত পড়ুন)

Estimated read time: 2 min
#Blis কি ও কেন ? ভর্তি কবে? ( বিস্তারিত পড়ুন)

Bachelor of library and information science ( BLIS ) 

● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● ● 

*এই কোর্স করলে  কোথায় জব পাওয়া যাবে বা সুযোগ সুবিধা*

■■■■■■■■■■■■■■
BLIS (ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স)  আটটি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কলকাতা, যাদবপুর, কল্যাণী, বর্ধমান, বিদ্যাসাগর, রবীন্দ্রভারতী, উত্তরবঙ্গ এবং ■নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আছে। এছাড়াও IGNOU (ইন্দিয়া গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়)-এর মাধ্যমেও স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পড়ার সুযোগ রয়েছে।

BLIS #ভর্তি শুরু হচ্ছে এই বছর: 
DAT E:  admission নোটিশ published....( নেতাজি সুভাষ ওপেন UNIVERSITY)

 : 18 September to 9th November...... ☺️ ☺️ ☺️ ☺️

#Website: ONLINE admission নিতে হলে এই সাইট এ যেতে পারো..


■■■ *স্নাতক স্তরে কী রকম নম্বর থাকতে হয়........*

#যোগ্যতা;

*মোটামুটিভাবে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর থাকতে হয়।* তবে কোনও কোনও বিশ্ববিদ্যালয়ে অনার্স গ্র্যাজুয়েটদের অনার্স পেপারে ৪৫ শতাংশ এবং পাশ গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এগ্রিগেটে ৫০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। আবার যারা CLIS (সার্টিফিকেট ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স) পাশ করেছেন, তাঁদের স্নাতক হওয়ার পাশাপাশি CLIS-এ ৬০ শতাংশ নম্বর থাকতেই হবে (তফসিলি জাতি/উপজাতির ক্ষেত্রে ৪৫ শতাংশ)। যাদবপুর, রবীন্দ্রভারতী, বর্ধমান বিশ্ববিদ্যালয় BLIS-এ ভর্তির সময়ে এটা গ্রাহ্য হয়।

●● #জব .......

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশন দিয়ে লাইব্রেরিয়ান পদে আসা যায়। স্কুলের ক্ষেত্রে এর যোগ্যতা গ্র্যাজুয়েট + বি লিস

■■■..সরকারি সংস্থা – যেমন, সাহিত্য অ্যাকাডেমি, NSD, ললিত কলা অ্যাকাডেমি, ইন্ডিয়ান মিউজিয়াম প্রভৃতি জায়গায় নিয়োগের জন্য এমপ্লয়মেন্ট নিউজ-এ বিজ্ঞাপন দেওয়া হয়। এছাড়াও এই সমস্ত সংস্থার নিজস্ব ওয়েবসাইটেও নোটিফিকেশন হয়। সংসদ এবং বিধানসভার লাইব্রেরির ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে।

■■■....পশ্চিমবঙ্গের পাবলিক লাইব্রেরিগুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগ হয় PSC-র মাধ্যমে। রুরাল লাইব্রেরিগুলিতে লাইব্রেরিয়ান পদের যোগ্যতা CLIB / CLIS এবং সাব-ডিভিশনাল লাইব্রেরি এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরির ক্ষেত্রে লাইব্রেরিয়ান পদের যোগ্যতার জন্য BLIS জরুরি।

■■ *অন্যান্য সুযোগ............*

লাইব্রেরি সায়েন্স পড়ে পাবলিশিং হাউজে যুক্ত হওয়া যায় অ্যাকাডেমিক মার্কেটিং অফিসার হিসাবে। এক্ষেত্রে একজন লাইব্রেরি প্রফেশনাল অ্যাকাডেমিক দৃষ্টিকোণ থেকে প্রকাশনা সংস্থার প্রকাশনা প্রোমোট করতে পারেন। আবার মিউজিয়াম, বিভিন্ন আর্কাইভে কিউরেটর, আর্কাইভিস্ট হিসাবে কাজ করতে এই ডিগ্রি সাহায্য করে।



-== *BLIS #Syllabus* ==-
*********************
⬛⬜⬛⬛⬛⬛⬛⬛
👉 👉 NSOU BLIS Syllabus || BLIS Students রা কোন কোন সাবজেক্ট পড়বে ||  🔥🔥🔥

👉 👉 YouTube ভিডিও লিঙ্ক :- 

................BLIS ..................
    
*BLIS. ....NSOU #Book ....pdf link ..........*


#পেপার: 
Blis টোটাল মিলিয়ে আটটা পেপার,,, 
এর মধ্যে দুটো পেপার প্রাকটিক্যাল।

#Assignment: 
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛⬛

সম্ভবত মার্চ মাসে  Assignment দিয়ে থাকে।
 solve করে জমা দিতে হয়।

#এক্সাম_ফরম_ফিলআপ:
⬛⬛⬛⬛⬛⬛⬛⬛

আগের বছর মে থেকে জুন মাসে হয়েছিল। 

#ফাইনাল_এক্সাম: ⬛⬛⬛⬛সম্ভবত নভেম্বর মাসে শুরু হয়।শনি রবিবার করে।

#Practical exam:
⬛⬛⬛⬛⬛⬛⬛
দুটো পেপার প্রাক্টিকাল  আছে। কখন  প্রাক্টিকাল হবে সেটার জন্য website follow করার পাশাপাশি কলেজে যোগাযোগ রাখা প্রয়োজন।

#কোর্স_ফি_.........
⬛⬛⬛

এই বছর 2019/20 সেশন e 5900টাকা খরচ পড়বে,, অ্যাডমিশন সমেত।


Lekha =nargis sultana
Edit by: Juyel SK 

Blis এর ব্যাপারে any coaching //help  9647952011(whatsapp)

Post a Comment

Sukriya
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.