Join our telegram channel Join Join!

Bdp প্রায়শ জিজ্ঞাস্য কিছু প্রশ্ন

::::::::#প্রায়শ_জিজ্ঞাস্য::: কিছু প্রশ্ন ও উত্তর:::::::::::::::::::;

          যে সমস্ত প্রশ্ন শিক্ষার্থীরা সচরাচর জিজ্ঞাসা করেন, পূর্বানুমানের ভিত্তিতে নিচে তার কয়েকটি উত্তর দেওয়া হল।*

✳️❇️ #আমি_কোথায়_অনলাইন_আবেদনপত্র_পাব*?
 #আমার_পূরণ_করা_আবেদনপত্র_অথবা_যােগ্যতামানকোথায়_যাচাই_করব?#পূরণ_করা_আবেদনপত্র_কোথায়_জমা_দেব?*

=ভর্তির বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আপনি আমাদের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে সমস্ত তথ্য পাবেন (ভর্তির বিজ্ঞপ্তিতে বিশদ সংযােগ উপলব্ধ হবে)।

=পূরণ করা আবেদনপত্র অথবা যােগ্যতামান আপনাকে যাচাই করতে হবে আপনার নির্বাচিত পাঠকেন্দ্র (স্টাডি
সেন্টার)-এর মাধ্যমে (যেটি আপনার আবেদনপত্রে উল্লিখিত আছে)।
আপনার প্রদেয় ভর্তি-ফি বিশ্ববিদ্যালয়-নির্দিষ্ট ব্যাঙ্কে জমা দিয়ে সেই রসিদ ও অন্যান্য শিক্ষাগত যােগ্যতার সকল সনদ ও নম্বরপত্রের ফোটোকপিসহ পূরণ করা আবেদনপত্র নির্ধারিত পাঠকেন্দ্রে জমা দিতে হবে।


❇️❇️✳️ #আমি_কি_পাঠকেন্দ্র (স্টাডি সেন্টার) #বদল_করতে_পারি?*

=ভর্তির পর শর্ত সাপেক্ষে পাঠকেন্দ্র বদল করা যায়। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুকূলে কলকাতায় প্রদেয় ৫০০ (পাঁচশত) টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দিয়ে আবেদন করতে হবে। এই ধরনের আবেদনপত্র তখনই গ্রাহ্য হবে যখন শিক্ষার্থী চাকরি, বিবাহ অথবা পরিবার স্থানান্তরের কারণে পাঠকেন্দ্র বদল করতে চাইবেন। উপরােক্ত কারণগুলির
যথাযথ প্রমাণ থাকতে হবে।

✳️ #আমার_পঞ্জীভুক্তকরণ_সংখ্যা_তথা_পরিচয়পত্র (এনরােলমেন্ট-কাম-আইডেনটিটি কার্ড)#হারিয়ে_গেলে_কী_করব?

=আবেদনকারীকে যথাশীঘ্র সম্ভব স্থানীয় থানায় একটি ডায়ারি করতে হবে। এনরােলমেন্ট-কাম-আইডেনটিটিকার্ড-এর প্রতিরূপ অনুলিপি পেতে গেলে বিশ্ববিদ্যালয়ের অনুকূলে কলকাতায় প্রদেয় ৫০০ (পাঁচশত ) টাকার ব্যাঙ্ক ড্রাফট,
থানায় করা ডায়ারির আসল কপিসহ নিবন্ধক মহাশয়ের কাছে আবেদন করতে হবে। আপনার আবেদনপত্রটি অবশ্যই পাঠকেন্দ্রের কোর্ডিনেটর মহাশয়ের স্বাক্ষর ও সিলমােহর সম্বলিত হয়ে প্রেরিত হতে হবে।

✳️❇️ #আমি_নিজের_পাঠকেন্দ্র_পছন্দ_করতে_পারব_নাকি_বিশ্ববিদ্যালয়_ঠিক_করে_দেবে?

= আপনি আপনার সুবিধে মত পাঠকেন্দ্র বাছতে পারবেন। তবে মনে রাখবেন বিশ্ববিদ্যালয় অনুমােদিত সমস্ত কোর্স সব পাঠকেন্দ্রে উপলব্ধ নয়। তাই পাঠকেন্দ্র বাছাই করার সময় দেখে নিন আপনার নির্দিষ্ট কোর্সটি নির্দিষ্ট পাঠকেন্দ্রে আছে কি না। সাধারণভাবে আপনার পছন্দের কেন্দ্র আপনাকে দেওয়া হয়। তবে ব্যতিক্রমী ও অপরিহার্য পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় আলাদা পাঠকেন্দ্র বণ্টন বরাদ্দ করতে পারে এবং এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত।


✳️❇️ #কোর্স_ফি_কীভাবে_প্রদান_করব?

=অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অথবা বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট ব্যাঙ্ক চালান-এর মাধ্যমে আপনি ফি জমা করতে পারবেন। ফি জমা সংক্রান্ত পদ্ধতির বিষয়ে বিশদ জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি ও নির্দেশিকা দেখুন।

✳️❇️ #আমি_আমার_ভর্তির_আবেদনপত্র_কি_ডাকযােগে_পাঠকেন্দ্রে_পাঠাতে_পারি ?

= পারেন না। কারণ, পাঠকেন্দ্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার আবেদনপত্র যাচাই করা হবে। অর্থাৎ
আপনাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

✳️❇️ #আবেদনপত্র_জমা_দেওয়ার_পর_আমাকে_কী_করতেহবে?

=পাঠকেন্দ্র ও বিশ্ববিদ্যালয়-এর তরফে যাচাই হওয়ার পর আপনি ভর্তির যােগ্য হলে আপনার নির্দিষ্ট পাঠকেন্দ্র
থেকে আপনি একটি এনরােলমেন্ট-কাম-আইডেনটিটি কার্ড পাবেন যা আপনার নির্দিষ্ট কোর্সে ভর্তির প্রমাণপত্র রূপে বিবেচিত হবে।

✳️❇#ভর্তির_পর_আমার_ভর্তি_প্রত্যাহার_করতে_পারি_কি_না_এবং_ভর্তি_ফি_ফেরত_পাবাে_কি_না?

ভর্তি-ফি ফেরত অথবা অন্য কোর্সে ভর্তির সঙ্গে সমন্বিত করা হবে না (এ ব্যাপারে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের
অ্যাডমিশন ওয়েবসাইট দেখুন)।

✳️❇️ #ভর্তির_পর_আমি_বিষয়_বদল_করতে_পারি_কি?

= বি. ডি. পি. কোর্সে ভর্তির পর কোন অবস্থাতেই বিষয় পরিবর্তন (subject change) করা যাবে না। এই কারণে
শিক্ষার্থীদের ভর্তির আগে ভালােভাবে কোর্স ও বিষয় সম্পর্কে চিন্তা করতে অনুরােধ করা হচ্ছে।

✳️❇️ #আমি_একই_সঙ্গে_দুটি_প্রােগ্রাম_এ_নেতাজি_সুভাষ_মুক্ত_বিশ্ববিদ্যালয়ে_ভর্তি_হতে_পারব?

= না, একজন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ের একটি বি.ডি.পি. প্রােগ্রামেই ভর্তি হতে পারবেন। এই নিয়ম লঙ্ঘিত হলে সেই শিক্ষার্থীর প্রার্থীপদ (candidature) বাতিল বলে গণ্য হবে এবং কোনও ভর্তি-ফি ফেরত পাবেন না। তবে একজন বি.ডি.পি. শিক্ষার্থী একই সঙ্গে এই বিশ্ববিদ্যালয় অনুমােদিত যে কোনাে একটি ডিপ্লোমা/ সার্টিফিকেট ট্রেনিং
প্রােগ্রামে ভর্তি হতে পারেন। কিন্তু, সেক্ষেত্রে ওই দুইয়ের কাউন্সেলিং এবং/অথবা পরীক্ষাসূচি এক হলে, বিশ্ববিদ্যালয়ের পক্ষে তা কোনােভাবেই পরিবর্তন করা সম্ভব নয়।


✳️❇️ #পাঠ_উপকরণ_অধ্যয়ণের_সময়_কোনাে_সমস্যার_সম্মুখীন_হলে_কী_করণীয়?

= শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের পাঠকেন্দ্রগুলিতে সপ্তাহান্তে অথবা ছুটির দিনে শিক্ষার্থী এবং কাউন্সেলর-এর মুখােমুখি আলােচনার ব্যবস্থা থাকে। সেখানে শিক্ষার্থীরা তাদের পাঠগত বিভিন্ন সমস্যা বা জিজ্ঞাস্যগুলি সম্বন্ধে আলােচনা করে নিতে পারেন।

✳️❇️ #পি_সি_পি_তে_আমার_উপস্থিতি_কি_আবশ্যিক?

=তাত্ত্বিকপত্রগুলির পি.সি.পি.-তে শিক্ষার্থীর উপস্থিতি আবশ্যিক নয়; যদি না আলাদা করে বিশেষিত/নির্দেশিত হয়। তৎসত্ত্বেও শিক্ষার্থীদের পি.সি.পি.-গুলিতে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে করে শিক্ষার্থীরা তাদের সহপাঠী
এবং কাউন্সেলরদের সঙ্গে পাঠবিষয়ক নিজস্ব মত ও চিন্তা-ভাবনার আদান-প্রদান করতে পারেন। এই ধরনের আলােচনার মাধ্যমে পাঠ-উপকরণের দুরূহ অংশগুলি সহজেই হৃদয়ঙ্গম করা যেতে পারে।

✳️❇️ #পি_সি_পি_সময়সূচি_সম্পর্কে_আমি_কিভাবে_অবগত_হব?

=আপনার নির্বাচিত পাঠকেন্দ্র আপনাকে পি.সি.পি. সময়সূচি সম্পর্কে অবহিত করবে। সাধারণত, পি.সি.পি.-গুলি সপ্তাহান্তে (শনিবার/রবিবার) অথবা ছুটির দিনে আয়ােজিত হয়ে থাকে। কোর্সের অন্তরবর্তী সময়কালে পি.সি.পি সূচি সম্পর্কে অবহিত থাকতে আপনার পাঠকেন্দ্রের কোর্ডিনেটর-এর সঙ্গে নিয়মিত যােগাযােগ রাখা প্রয়ােজন।

✳️❇️ #অভ্যন্তরীণ_মূল্যায়ন (অ্যাসাইনমেন্ট)-#এ_আমি_কেন_অংশগ্রহণ_করব_এই_প্রক্রিয়াটিতে_অংশগ্রহণ_করা_কি_আবশ্যিক?

=কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়াটি তাৎপর্যপূর্ণ। শিক্ষা-পদ্ধতিটিকে আরও সহজতর করার জন্য অভ্যন্তরীণ মূল্যায়ন-এর উত্তরপত্রটি দূরশিক্ষাক্রমের অধ্যাপকমণ্ডলীর মন্তব্যসহ মূল্যায়িত হয়। এর দ্বারা শিক্ষার্থী তার নিজ পঠন-পাঠনের মানের ক্রমউন্নতির সম্পর্কে অবহিত হতে পারবেন। অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়াটি
শিক্ষার্থীদের বিষয়টিতে গঠনমূলক বিবর্ধনে সাহায্য করে।
| হ্যা, তাত্ত্বিকপত্রের জন্য অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়াটি আবশ্যিক। বাৎসরিক পরীক্ষায় বসার জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি তাত্ত্বিকপত্রের জন্য অভ্যন্তরীণ মূল্যায়নপত্রটি জমা দেওয়া আবশ্যিক চূড়ান্ত ফলাফল প্রস্তুতির ক্ষেত্রে। 

✳️❇️ #আমি_আমার_ভর্তির_আবেদনপত্র_কি_ডাকযােগে_পাঠকেন্দ্রে_পাঠাতে_পারি ?

=পারেন না। কারণ, পাঠকেন্দ্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার আবেদনপত্র যাচাই করা হবে। অর্থাৎ
আপনাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

✳️❇️ #আবেদনপত্র_জমা_দেওয়ার_পর_আমাকে_কী_করতে_হবে?

=পাঠকেন্দ্র ও বিশ্ববিদ্যালয়-এর তরফে যাচাই হওয়ার পর আপনি ভর্তির যােগ্য হলে আপনার নির্দিষ্ট পাঠকেন্দ্র
থেকে আপনি একটি এনরােলমেন্ট-কাম-আইডেনটিটি কার্ড পাবেন যা আপনার নির্দিষ্ট কোর্সে ভর্তির প্রমাণপত্র রূপেবিবেচিত হবে।

✳️❇️ #ভর্তির_পর_আমার_ভর্তি_প্রত্যাহার_করতে_পারি_কি_না_এবং_ভর্তি_ফি_ফেরত_পাবাে_কি_না?

=ভর্তি-ফি ফেরত অথবা অন্য কোর্সে ভর্তির সঙ্গে সমন্বিত করা হবে না (এ ব্যাপারে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ওয়েবসাইট দেখুন)।

✳️❇️ #আপনার_নির্বাচিত_পাঠকেন্দ্র_আপনাকে_পি_সি_পি_সময়সূচি_সম্পর্কে_অবহিতকরবে। সাধারণত, পি.সি.পি.-গুলি সপ্তাহান্তে (শনিবার/রবিবার) অথবা ছুটির দিনে আয়ােজিত হয়ে থাকে। কোর্সের অন্তরবর্তী সময়কালে পি.সি.পি সূচি সম্পর্কে অবহিত থাকতে আপনার পাঠকেন্দ্রের কোর্ডিনেটর-এর সঙ্গে নিয়মিত যােগাযােগ রাখা প্রয়ােজন।

#অভ্যন্তরীণ_মূল্যায়ন_প্রক্রিয়াটি_শিক্ষার্থীদের_বিষয়টিতে_গঠনমূলক_বিবর্ধনে_সাহায্য_করে? 

=হ্যা, তাত্ত্বিকপত্রের জন্য অভ্যন্তরীণ মূল্যায়ন প্রক্রিয়াটি আবশ্যিক। বাৎসরিক পরীক্ষায় বসার জন্য নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি তাত্ত্বিকপত্রের জন্য অভ্যন্তরীণ মূল্যায়নপত্রটি জমা দেওয়া আবশ্যিক। চূড়ান্ত ফলাফল প্রস্তুতির ক্ষেত্রে। 

#অভ্যন্তরীণ_মূল্যায়ন_এর_গুরুত্ব_৩০_শতাংশ।

#কখন_এবং_কিভাবে_অভ্যন্তরীণ_মূল্যায়নপত্রটি_জমা_দেব?

=বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক দপ্তর কর্তৃক নির্ধারিত সময়সূচির মধ্যে শিক্ষার্থীকে তার নিজ পাঠকেন্দ্রে অভ্যন্তরীণ মল্যায়নপত্রটি জমা দিতে হবে।

#কোর্সটি_নির্ধারিত_সময়সীমা_অর্থাৎ_তিন_বছরের_মধ্যে_যদি_আমি_সম্পন্ন_করতে_না_পারি_তাহলে_আমারঅভ্যন্তরীণ #মূল্যায়নপত্রটির_মানের_কী_হবে?

=জমা হওয়া অভ্যন্তরীণ মূল্যায়নপত্রগুলির মান পঞ্জীভূতকরণের সময়সীমা (ছয় বৎসর) পর্যন্ত সংরক্ষিত থাকবে।

#অভ্যন্তরীণ_মূল্যায়নপত্র_একবার_মূল্যায়িত_হওয়ার_পর_মান_বৃদ্ধির_জন্য_পুনরায়_জমা_করতে_পারব_কি?

=না, কোনাে পরিস্থিতিতেই সেটি আপনি করতে পারবেন না।

#SOURCE- #PROSPECTER☺
#HELPED- JUYEL DA❤
#EDITED BY- MALAY MAITY🤘
#MM_INSTITUTION🙏🙏

 🔼🌀বিস্তারিত জানতে prospectus ta download kore nao
👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻👉🏻

Post a Comment

Sukriya
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.