*কিছু কমন প্রশ্নের উত্তর!*
________________________
*Ai Renewal কাদের জন্য?*
Ans: BDP সকল শিক্ষার্থীর জন্য।
*RENEWAL কি?*
ANS: RENEWAL হলো NEXT YEAR এর জন্য এ্যাডমিশন বা ভর্তি ফিস। এটা RUNNING YEAR এক্সাম এর আগেই করতে হয়।
_©NSOUBOY_JUYEL_
*RENEWAL কি এখনিই করতে হবে? নাকি পরে করলেও হবে: এক্সাম তো হয়নি!*
উত্তর: RENEWAL KORQ আবশ্যিক। তবে চাইলে NEXT YEAR এও করা যায়, এক্সাম এর পরেও বার 2nd চান্স দেই।
*আমি যদি 2nd চান্স এর সময় renewal korte চাই,এক্ষেত্রে অসুবিধে কি?*
উত্তর: অসুবিধা তেমন কিছু হবে না। তবে renewal করা থাকলে এক্সাম শেষে পরের বছর এর বই তুলে নেওয়া যায় ,রেজাল্ট নেওয়া যায়। বর বার নোটিশ এর আশায় বসে থাকার ঝামেলা থাকে না। জাস্ট এইটুকুই
*To be noted*: _Renewal 2nd chance এ করতে চাইলে সব সময় একটা জিনিষ লক্ষ্য রাখতে হয়, সেটা হলো 2nd chance jokhon দেই,সেটা অনির্দিষ্ট সময়ে নোটিশ দেই আর সময় টাও কম থাকে অর্থাৎ ৩/৪দিন মত শুধু,, তাই জানতে পারলে তো ভালো নইলে মিস করে গেলে এক্সাম ফরম ফিলাপ করতে গেলে সমস্যা হবে।_
তাই সামর্থ্য যদি থাকে আগেই করে নেওয়া ভালো!
_©NSOUBOY_JUYEL_
*আমার তো third year Renewal 2nd year e থাকতেই করা হয়েছে, তাহলে এখন কি আবার renewal করতে হবে?*
উত্তর: third year পর্যন্ত renewal kora থাকলে আর renewal করতে হয় না,তবে চাইলে studentship renewal করে রাখা যায়।
*Studentship renewal কি? এটা কি করা জরুরি?*
Ans: ai রেনিউ টা তখনই করতে হয় যখন third year পর্যন্ত সব renewal complete থাকে।
_তবে এই student ship renewal করা জরুরি না। কেনো করা হয় জানো? সাধারণত nsou তে bdp 6years validity থাকে সেক্ষেত্রে Third year par হবার পরেও যদি কোনো বিষয়ে এখনও এক্সাম বাকি আছে বা ফেল করেছে কোনো কোনো বিষয়ে ,অথবা প্রাকটিক্যাল বাকি আছে,, তখন ঐ রেজিস্ট্রেশন টিকিয়ে রাখতে 600টাকা দিয়ে এই renewal টা করে রাখা ভালো। নতুবা না করলেও হবে।_
_©NSOUBOY_JUYEL_
*আমি যদি শেষ YEAR চলাকালীন নিশ্চিত থাকি যে আমি ফেল করবো না অথবা কোনো সাবজেক্ট এ NC না থাকলে তাহলে STUDENTSHIP RENEWAL না করলে সমস্যা আছে?*
উত্তর:
এমন হলে তো কোনো সমস্যাই নেই। 600টাকা নষ্ট করে লাভ নেই।বোকামি হবে। আর যদিও বা এক্সাম পর NC এলো তো, আর একবার রিনিউ চান্স দেই, তখন করে নেওয়া যাবে। আগে থেকে না করলেও চলে।
_©NSOUBOY_JUYEL_
*RENEWAL করার পর কি , RECIEPT কলেজে জমা দিয়েই হবে? এখন যদি কলেজ বন্ধ থাকে তবে?*
উত্তর: RENEWAL করার পর অবশ্যই কলেজ এ জমা দিতে হবে প্রিন্ট কপি। যদি কলেজ বন্ধ থাকে তবে যখন খুলবে বা যখন নিতে চাইবে তখন দিয়ে আসতে হবে।
*RENEWAL ইচ্ছাকৃত ভাবে না করলে বা মিস করে গেলে কি কি সমস্যা হয়?*
উত্তর: RENEWAL NA করলে পরের বছর এক্সাম দেওয়া যাবে না, ASSIGNMENT জমা করা যাবে না। রেজাল্ট অনা যাবে না। আগেই বলেছি RENEWAL 2ND সুযোগ দেওয়া হয় প্রতি পরের বছর ASSIGNMENT শুরুর আগে। তাই অনিচ্ছাকৃত ভাবে মিস করলে পরে তখন করে নেবে।
Thank you by
_©NSOUBOY_JUYEL_
RENEWAL সম্পর্কে বিস্তারত জানতে আমার আগের পোস্ট দেখুন👇
🔘সমস্ত শিক্ষাবর্ষের bdp স্টুডেন্ট দের উদ্দেশ্যে ইউনিভার্সিটি গুরুত্বপূর্ন এই নোটিস দিয়েছে(RENEWAL)।
বিস্তারিত জানতে অবশ্যই পড়ে নিন 👇





