Join our telegram channel Join Join!

Important post for bdp subject


#Important_post 
সবাই পুরোটা পড়ে নেবে।বিশেষ করে নতুন যারা ভর্তি হয়েছ.....BDP..... Per year Subject paper and Code..
.
....কার কোন বিষয়ে কি কি সাবজেক্ট থাকবে
 এবং কি কি বই পেতে পারো...

.. এই পোস্টটা পড়লে ক্লিয়ার হবে আশা করি।...
…....1st year e তোমাদের জন্য* ===🚦🚦
🔻➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖🔺
 
....#আর্টস/কমার্স দের SUBJECT GULO=
 অনার্স  থাকবে PAPER=1/2, and FHS,FEG,FBG,ENVS 

#SCIENCE (bsc) honours paper E=1/2/3/5& (4TH PAPER PRACTICAL), ar FHS,FEG,FBG,ENVS
 
**Compulsory  সবার জন্য একই থাকবে (FEG, Fhs,envs,FBG )

...... *2nd year তোমাদের জন্য* ===🚦🚦
🔻➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖🔺
   সাবজেক্ট গুলো 
↪️ #আর্টস/#কমার্স দের থাকবে E= 3/4/5 & আর S1(মানে পাস  সাবজেক্ট একটা থাকবে),FST

↪️ #SCIENCE (bsc) দের থাকবে E=6/7/9/10,(8th নং টা practical) & আর S1( পাশের সাবজেক্ট একটা),আর FST

**কম্পালসারি হিসেবে FST থাকবে সবার জন্য একই।

...... *3rd year তোমাদের জন্য* ===🚦🚦
🔻➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖🔺
↪️#আর্টস/#কমার্স দের থাকবে E= 6/7/8  & আর S2,S3(S=মানে পাস  সাবজেক্ট  থাকবে), আর AOC

↪️ #SCIENCE ( B.SC) দের থাকবে
 E=,11,13&14,(12th নং টা practical) & আর 
S =2/3( পাশের সাবজেক্ট) ,আর AOC3

**কম্পালসারি হিসেবে AOC  থাকবে ।

((#MATH STUDENT দে র জন্য  একটু আলাদা আছে,বুঝে নেবে plz)

*যারা বুঝতে পারছ না,,, তারা চার্ট টা দেখে নিও।*
অথবা কমেন্ট করে নিও


➖🚦🚦💢SUBJECT CODE FULL FORM:💢➖↪️

FHS=মানববিদ্যা (100মার্কস)
FEG=COMPULSARY ইংলিশ(50মার্কস)
FBG=COMPULSARY বাংলা(50মার্কস)
ENVS=পরিবেশ বিদ্যা (50 মার্কস)

এছাড়াও আছে, FST,AOC (100MARKS )

*E=মানে ELECTIVE HONOURS PAPER* 🚦🚦

🚥যেমন ধরুন,🚥
 EHI =HISTORY HONOURS
EBG=Bengali honours
EEG=ENGLISH HONOURS
EPS=POL SCIENCE
ESO=SOCIOLOGY
ECO=COMMERECE
EPA=PUBLIC ADMINISTRATION
EED=EDUCATION

EZO=zoology honours
EBT=BOTANY
EMT=MATH
EGR=geography
EPH=PHYSICS
ECH=CHEMISTRY

 🛑 *S1=subsidiary subject বা পাশের সাবজেক্ট* 
যেমন,
SBG=বাংলা পাস সাবজেক্ট
SEG=ENGLISH PASS SUBJECT
SPS=POL SCIENCE PASS SUBJECT
SHI=HISTORY PASS SUBJECT

**এভাবে SPH,SZO,SBT এরকম থাকতে পারে।
তবে জেনে রাখা ভালো,, যে যেটা পাস সাবজেক্ট বেছে নিয়েছ, সেটা SECOND YEAR  থেকে থাকবে। ফার্স্ট ইয়ার এ PASS SUBJECT গুলো থাকবে না।

S1=SECOND YEAR E &
 S2*3=THIRD YEAR E থাকবে।
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

↪️🔻 *জেনে রাখা ভালো*  ↪️↪️🔻=🚦🚦
আর্টস দের honours paper gulo 100marks and science Der gulo 50marks ER hoye thake,,, একটু আলাদা ও থাকতে পারে,তবে ধীরে ধীরে বুঝে যাবে আশা করি।

💢💢↪️↪️↪️↪️↪️💢💢💢🔻🔻🔺🔺
*বিস্তারিত পড়ুন...........নিচে..........*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖↪️

↪️🔻  *এছাড়াও practical* :↪️🔻

Arts দের জন্য practical nei,,,
 #science Der jonno ache ,, প্র্যাকটিক্যাল কবে হবে বা প্র্যাকটিক্যাল ক্লাস সেগুলো জানার জন্য নিজ নিজ কলেজে যোগাযোগ করা উচিত তোমাদের।

↪️

↪️➖➖🔻💢 *বই & ক্লাস সম্পর্কে* 💢🔻➖

কিছু কলেজ ভর্তির পর বা ফাইনাল পরীক্ষার পরেই বই দিতে শুরু করে থাকে। তবে কিছু কলেজ এসএমএস আসার পর বা Slms বা renewal copy joma নেবার পর বই দেই। এই ব্যাপারে এক এক কলেজে এক এক রকম নিয়ম তাই নিজ নিজ কলেজে জেনে নেওয়ার অনুরোধ রাখলাম।
*বই কার কত গুলো দেবে সেটা নিশ্চয়ই লাইব্রেরী কার্ডে বা slms receipt e লেখা আছে অথবা আমার subject chart ta দেখে নিতে পারো,

#ক্লাস সম্পর্কে💢↪️↪️
 বলতে গেলে এটা বলতেই হয় যে কলেজ যাওয়া আবশ্যক এটা জানার জন্য।এটার জন্য গ্রুপে জিজ্ঞেস করে বা পারসোনাল কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না, কলেজ প্রতি শনি রবিবার খোলা থাকে।
প্র্যাকটিক্যাল ক্লাস করা ছাড়া নর্মাল ক্লাস করা গুলো জরুরি না।
ক্লাসগুলো চাইলে করতে পারো নাও করতে পারে।

🔻↪️ *Assignment* 🔻↪️

=NOVEMBER, DECEMBER E দেবে।
এটার VALUE 30% ADD HOBE FINAL RESULTS E

➖🔻   *ফাইনাল পরীক্ষা*  🔻➖➖

: জুন ,জুলাই E HOYE থাকে। ফাইনাল পরীক্ষার এক্সাম নম্বর 70% value অ্যাড হবে,, ফাইনাল রেজাল্ট e

অর্থাৎ 30%assignment  এর মার্কস +70% ফাইনাল সাবজেক্ট এর  মার্কস  ফাইনাল রেজাল্ট e অ্যাড হবে।

➖🔻↪️  *এক্সাম ফরম ফিলআপ* 🔻➖➖

 তবে পরীক্ষার 3/4 মাস আগে এক্সাম ফরম ফিলআপ hoye থাকে,, ওটা করতেই হবে। 

🔻➖  *RENEWAL* ➖🔻

Renewal =means next year admission, এটা প্রতিবছর ফাইনাল এক্সামের আগেই করতে হয় এটা করা জরুরি। প্রতিটি ইয়ারের স্টুডেন্ট কে পরীক্ষার আগে renewal  করতে হবে।
*এমনকি থার্ড ইয়ারের জন্য একটা রিনুয়াল আছে। 600 টাকার স্টুডেন্টশিপ রেনেওয়াল এটাও করা জরুরি।

🔻➖↪️  *এনরলমেন্ট সার্টিফিকেট* ↪️➖🔻

 এটা শুধুমাত্র একবারই দেওয়া হয় ফার্স্ট ইয়ারে। প্রতিটি ইয়ারে একই থাকবে। ফাইনাল পরীক্ষার সময় এবং এসাইনমেন্ট জমা করার সময় এনরোলমেন্ট নাম্বার লিখে দিতে হয়।

*রেজাল্ট*  🔻➖↪️↪️
পরীক্ষার অন্তত দু বা তিন মাসের মধ্যে রেজাল্ট বের হয়ে থাকে। প্রথমে অনলাইনে পাবলিশ করে পরের নিজ নিজ কলেজে দিয়ে থাকে। তবে থার্ড ইয়ারের রেজাল্ট ক্লিয়ার হলে রেজাল্টের সময়,, 1)  মাইগ্রেশন সার্টিফিকেট, 2) গ্রাজুয়েশন সার্টিফিকেট , আর 3) রেজাল্ট এই তিনটা পাওয়া যায়।

*ধন্যবাদ by Juyel SK*

সমস্যা হলে.....
If any #problems 
or mistake plz send #feedback me

↪️💢6297610791(whatsapp only)

Or comment on group

Post a Comment

Sukriya
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.