*#নেতাজি_সুভাষ_মুক্ত_বিশ্ববিদ্যালয়ে_একাধিক_শূন্যপদে_কর্মী_নিয়োগ* , *#জেনে_নিন_আবেদনের_খুঁটিনাটি"
: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর(রিজিওনাল সেন্টার), লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, জুনিয়র পিওন এবং জুনিয়র দারোয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ মার্চের মধ্যে আবেদন করতে ভুলবেন না।
জুনিয়র পিওন
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
৬ মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫ হাজার ৪০০ টাকা থেকে ১৮ হাজার ৬০০ টাকা বেতন পাবেন।
জুনিয়র দারোয়ান
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর বয়সসীমা:
৬ মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৫ হাজার ৪০০ টাকা থেকে ১৮ হাজার ৬০০ টাকা বেতন পাবেন।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (রিজিওনাল সেন্টার)
শূন্যপদ: ২টি
শিক্ষাগত যোগ্যতা:
৫৫ শতাংশ নম্বর পেয়ে মাস্টার্স ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
আবেদনকারীর অভিজ্ঞতা:
৫ বছর একই পদে কাজের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
৬ মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে কমপক্ষে ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ১৫ হাজার ৬০০ টাকা থেকে ৩৯ হাজার ১০০ টাকা বেতন পাবেন।
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
১. লাইব্রেরি সায়েন্সে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
২. লাইব্রেরি সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।
আবেদনকারীর অভিজ্ঞতা:
একই কাজ করার ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনকারীর বয়সসীমা:
৬ মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৭ হাজার ২০০ টাকা থেকে ২৫ হাজার ৪০০ টাকা বেতন পাবেন।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
শূন্যপদ: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
১. উচ্চমাধ্যমিক পাশ হলে এই শূন্যপদ আবেদন করতে পারেন।
২. কম্পিউটার সম্পর্কিত ছ’মাসের ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স করা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
৬ মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীরা ৭ হাজার ২০০ টাকা থেকে ২৫ হাজার ৪০০ টাকা বেতন পাবেন।
#আবেদনের_পদ্ধতি:
www.wbnsou.ac.in এই ওয়েবসাইটে মিলবে আবেদনপত্র। তা পূরণ করে পাঠাতে হবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সল্টলেক অফিসের ঠিকানায় পাঠাতে হবে। ঠিকানাটি হল: ডিডি-২৬, পঞ্চম তল, সল্টলেক, সেক্টর-১, কলকাতা-৭০০০৬৪।
#আবেদনের_শেষ_দিন:
আগামী ৬ মার্চ বিকেল পাঁচটার মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে।
#আবেদনের_ফি:
সাধারণ(জেনারেল) আবেদনকারীকে ১০০০ টাকা ফি দিতে হবে। তফসিলি জাতি(এসসি), তফসিলি উপজাতি(এসটি), অন্যান্য অনগ্রসর শ্রেণি(ওবিসি) প্রার্থীদের ফি হিসাবে ৫০০টাকা ব্যাংকে জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
যেকোনও তথ্যের জন্য www.wbnsou.ac.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
সৌজন্যে;সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
#I_M_JSK
Follow my website for nsou
Netaji open সম্পর্কিত তথ্য পেতে follow korun amar site
http://nsouboyjuyel.blogspot.com/
নেতাজি_সুভাষ_মুক্ত_বিশ্ববিদ্যালয়ে_একাধিক_শূন্যপদে_কর্মী_নিয়োগ
http://nsouboyjuyel.blogspot.com/2020/03/blog-post.html
